গাজায় মৃত্যুর সংখ্যা ১১,২৪০ ছাড়ালো-হামাস 

হামাসের ভাষ্যমতে, ইসরায়েলের আক্রমণে মৃতদের মধ্যে শিশুর সংখ্যা ৪,৬৩০ এবং নারীর সংখ্যা ৩,১৩০। আহত হয়েছে কমপক্ষে ২৯,০০০ জন। 

gaza-1024x683 গাজায় মৃত্যুর সংখ্যা ১১,২৪০ ছাড়ালো-হামাস 

সরাসরি গাজা থেকেঃ হামাসের মুখপাত্র সোমবার এক বিবৃতিতে জানান ইসরাএল-হামাস মধ্যবর্তী পাঁচ সপ্তাহব্যাপী চলাকালীন এই বিরোধে মৃতের সংখ্যা এখন ১১,২৪০। 

এছাড়া হামাস চালিত চিকিৎসা মন্ত্রণালয় বলেছে উত্তর গাজার রাস্তায় যেখানে ভারী গোলাবর্ষণ চলছে সেখানে এখনো ডজনের বেশি মৃতদেহ পড়ে আছে। এমনকি অ্যাম্বুলেন্স মৃতদেহ উদ্ধারে গেলেও ইসরায়েলই বাহিনী তাদের উপর গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *